ছনি চৌধুরী (হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে লন্ডন প্রবাসী জিতু মিয়ার বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে।ডাকাতদল নগদ টাকা স্বর্ণালংকার,ঘরের আসাবা পত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায় ।
জানাযায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টার সময় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের লন্ডনপ্রবাসী জিতু মিয়ার বাড়ির কলাপছিবল গেইটের তালা ভেঙ্গে ৭/৮ জনের মুখোশধারী ডাকাতদল অগ্নেঅস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে ।
পরে মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘন্টাব্যাপি লুটপাট চালায় ডাকাতরা এসময় ঘরের ভিতরে ৪টি স্টিলের আলমারি ভেঙ্গে নগদ টাকা স্বর্ণালংকার,ঘরের আসাবাপত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায় । এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । সম্প্রতি ইনাতগঞ্জ এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে এলাকাজুড়ে আতংক বিরাজ করছে ।