মোঃ নজরুল ইসলাম তালূকদার,বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নে বন্যায় অসহায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে ।
গতকাল শুত্রুবার সকাল ১০টায় ইউনিয়নের অস্থায়ী ইউ/পি কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের দেওয়া বানিয়াচংয়ে ৫৫টন চাউলের মধ্যে ওই ইউনিয়নে ৩৩৭ কৃষক পরিবারের মধ্যে ১৬৭ কৃষক পরিবারকে ২০কেজি করে চাল বিতরণ করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী এবং ইউনিয়নের টেগ অফিসার উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তা শাহিনুর আলমসহ অত্র ইউনিয়ন পরিষদের মেম্বারগণ ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এরশাদ আলী জানান, উপজেলা থেকে অত্র ইউনিয়নে জরুরী ভিত্তিতে সরকার ৩৩৭ কৃষকে মাঝে চাউল দিয়েছেন । আজ আমরা ইউনিয়নের ১৬৭কৃষক পরিবারকে ২০ কেজি করে চাল দিয়েছি । বাকিদেরকে চাল আসলে দিয়ে দিব ।