মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ কৃষি ঋণ মওকুফ, শর্তহীনভাবে নতুন করে কৃষকের মাঝে কৃষিঋণ প্রদান, কৃষক সমাজকে রেশনের আওতায় আনা এবং হবিগঞ্জের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে লাখাই উপজেলার বুল্লা বাজার, লুকড়া বাজারে পথসভা ও গোয়াকারা গ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরুব্বি মোঃ লাভলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, জেলা কৃষক ও ক্ষেতমজুর নেতা কমরেড আকবর আলী, জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, বাম প্রগতিশীল সাংবাদিক মুজিবুর রহমান ও বাসদ নেতা ডাঃ সুনীল রায়।
সভায় বক্তাগণ ক্ষতিগ্রস্থ ও নির্যাতিত কৃষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করার প্রস্তুতি নেয়ার আহবান জানান। আগামী ১ বৎসর পর্যন্ত ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানে এবং কৃষক পরিবারকে রেশনের আওতায় আনার দাবি জানান। আগামী ৩০ এপ্রিল দেশের সকল হাওর এলাকার উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে কৃষকের দাবি-দাবা সম্বলিত স্মারকলিপি প্রদানে অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়।