এম এস জিলানী আখনজী, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর সংলগ্ন ইছালিয়া ছড়ার উপর নির্মিত ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অভাবে ব্রীজটির রেলিং ভেঙ্গে যায়, সেইসাথে ব্রীজের সংযোগ স্থাপনকারী সড়কের মাটিও অল্প আল্প করে খসে পড়ছে।
ফলে বেশ কয়েকটি গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এখানে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ২০বছর আগে ঐ এলাকার মানিক ভান্ডার, খইয়াউড়ী, দলাজাই, গুছুবিল, উয়মানপুর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, হাট-বাজার, চিকিৎসাসেবা প্রশাসনিক কাজসহ বিভিন্ন কাজে জনসাধারণ চলাচল করতে ও ২০টি গ্রামের মানুষের আসামপাড়া বাজার তথা চুনারুঘাট বাজারের সঙ্গে যোগাযোগ সুগম করতে ব্রীজটি নির্মাণ করা হয়। প্রতি মহুতের্ই এ ব্রীজ দিয়ে সিএনজি, হলার, ইঞ্জিন চালিত ভটভটি, মোটর সাইকেল, ভ্যান, রিকশা সহ শত-শত যানবাহন চলাচল করে থাকে।
জীবনের ঝুকি নিয়ে ইছালিয়া ছড়ার খালের উপর নির্মিত ব্রীজ দিয়ে পারাপার হচ্ছে কোমলমতি স্কুল-মাদ্রাসা ও কলেজগামী ছাত্র-ছাত্রীরা। ব্রীজের পুরো অংশই ভেঙ্গে ধুমড়ে মুচড়ে ধেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ স্থানের ব্রীজ নির্মাণ হলে পাল্টে যাবে এলাকার হাজার হাজার মানুষের ভাগ্য। নড়বড়ে এ ব্রীজটি দিয়ে পথচারীদের পারাপারের সময় ভয়ে থরথর করে সারা শরীল কেঁপে উঠে । তাছাড়াও এই অঞ্চলের কৃষিপণ্য উৎপাদন প্রচুর হলেও বিক্রি করতে পারছে না ব্রীজটির আতঙ্কে।
ফলে ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় কৃষকরা। তবে জন গুরুত্বপূর্ণ এ স্থানের ব্রীজটি নির্মাণ হলে পাল্টে যাবে কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবন যাত্রারমান। ভাগ্যের পরিবর্তন হবে পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের। সীমান্ত জনপদের ভাগ্যের পরিবর্তনের সম্ভাবনা থাকলেও প্রধান বাধা ইছালিয়া ছড়ার উপর নির্মিত ব্রীজ। এলাকাবাসীর প্রাণের দাবী জন গুরুত্বপূর্ণ এ ব্রীজের দু-পার্শ্বের প্রশস্ত ও ব্রীজটির রেলিং নির্মান করে দেওয়ার জন্য, যাতে করে একি সঙ্গে দু’টি গাড়ী পারাপার হতে পারে। জনগুরুত্বপূর্ণ ইছালিয়া ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলকাবাসী।