হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, আগামী প্রজন্মের জন্য প্রয়োজন সুন্দর একটি পৃথিবীর। আর এই সুন্দর পৃথিবীর গড়ার জন্য প্রয়োজন তৃণমুল পর্যায়ে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা। অতীতে যেভাবে বিভিন্ন জাতীয় কর্মসুচীতে অংশগ্রহণ করে সম্ভাবনাময় বাংলদেশ গড়েছি, সেভাবেই হাম ও রুবেলার এই ক্যাম্পেইনে আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে জবাবদিহীতা এবং অংশীদারীত্বমূলকভাবে কাজ করব বলে আমরা বিশ্বাস করি।
বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত ২৯ এপ্রিল-১৪মে’১৭ বিশ্ব টিকাদান সপ্তাহ’১৭ উপলক্ষ্যে আয়োজিত এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক স্থানীয় সরকার ও উপ-সচিব মোঃ শফিউল আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডাঃ আজাদ রহমান, গ্যাভি প্রজেক্টের ন্যাশনাল কনসালটেন্ট ডাঃ আব্দুল জলিল মন্ডল, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তাফা রফিক, বিএমএর ভাইস প্রেসিডেন্ট ডাঃ অসিত রঞ্জন দাস, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মহসিন খান, কনসালটেন্ট শিশু ডাঃ কাওছার আহমেদ, ডাঃ জমির আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফী লিপি।
অনুষ্ঠান পরিচালনা করেন এমও সিএস ডাঃ মোঃ মোখলেছুর রহমান।