খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাটে খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে মিনি কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা কম্বাইন হারভেস্টারটি গাজীপুর ইউনিয়নের কৃষক আজিজুল হকের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, কৃষিকাজে আধুনিকায়ন করার লক্ষে আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ ও কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান সরকার ৫০% ভর্তুকি মূল্যে মিনি কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) বিতরণ করে যাচ্ছে।
একটি মিনি কম্বাইন হারভেস্টার বাজার মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। সেখানে সরকার ৫০% ভর্তূকি দিয়ে কৃষকের নিকট থেকে মাত্র ৮৭ হাজার টাকার বিনিময়ে মিনি কম্বাইন হারভেস্টার বিতরণ করছে। এতে কৃষি কাজে সহজ ও মুনাফা অর্জন করা যাবে।