আব্দুল বাছিত, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে একটি টায়ারের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগুনে বাংলাদেশীসহ পুড়ে মারা গেছেন ১০ জন। দগ্ধ হয়েছেন আরও ৩০ জন। নিহতদের মধ্যে ৩জন বাংলাদেশী শ্রমিক বলে নিশ্চিত করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে আবুধাবির শিল্পনগরী মোসাফফাহর ওই ভবনে আগুন লাগে। ভবনের নিচের একটি টায়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। ওই দোকানের ওপরের তলায় থাকতেন অনেক প্রবাসী বাংলাদেশি শ্রমিক।
নিহত ১০ জনের লাশ আবুধাবির শেখ খলিফা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আহতদের আবুধাবির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আবুধাবি বাংলাদেশি দূতাবাসের লেবার কাউন্সিলর আমান উল্লাহ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আগুনে পুড়ে চেহারা বিকৃত হওয়ায় অনেকে লাশ শনাক্ত করতে সমস্যা হচ্ছে।
আহতরা গণমাধ্যমকে জানান, ওই ভবনের নিচে রেস্টুরেন্ট ও গাড়ির টায়ারের দোকানের ওপরের তলায় সবাই ঘুমিয়ে ছিলেন। নিহতদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের রাউজানে। নিহতদের বাকি ভারতীয় নাগরিক।