মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলের স্নানঘাট ইউনিয়নে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ত্রাণ বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
মঙ্গলবার বিকাল ৪টায় স্নানঘাট ইউনিয়ন পরিষদে এ আয়োজন করা হয়।
গত কয়েক দিন ধরে টানা প্রবল বর্ষণে ভাটি অঞ্চলের ফসল পানিতে তলিয়ে যায়। স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া, অমৃতা, বাঘদাইর, হোসেনপুর, শ্যামপুর, মিঠাপুর, গোয়ালবাধা, আলাপুর, ফতেহপুর গ্রামগুলোর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ৯শত কৃষকদের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌস আলম, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, মেম্বার আবিদ মিয়া, জয়দেব কুমার, মতলিব মিয়া, নানু মিয়া, আব্দুর রেজ্জাক প্রমুখ।
এছাড়াও সকাল ১১টায় থেকে সাতকাপন ও বিকাল ৩টায় পুটিজুরী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত গরীব কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।