আবু হেনা, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)থেকে: হবিগঞ্জের আজমিরীগঞ্জে মুচি পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ তৈরীর উপকরন বিনষ্ট করে।
জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরি মুচি পাড়ায় ২৫ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুর রহমান পিপি এমের নেতৃত্বে এস আই হুমায়ূন কবীর, সাইফুল ইসলাম, এ এস আই নাসিম, আবুল মালেক, মোহাম্মদ আলী, বিকাশ দেবনাথ মুচি পাড়ার বিভিন্ন বসত ঘরে অভিযান চালিয়ে প্রায় ৫০ লিটার চোলাই মদ তৈরীর ওয়াস উদ্ধার করে বিনষ্ট করা হয়।