চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে গত ২০ এপ্রিল হাবিব মিয়ার ছেলে টিপু (২৪) ও তার দুলাভাই বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার খান্দুরা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে সফিক মিয়া (২৭) অবপহৃত হয়।
টিপু মিয়ার পিতা হাবিব মিয়া চুনারুঘাট থানায় অভিযোগ করলে ওসি (ইনচার্জ) আজমিরুজ্জামানের নির্দেশে থানা পুলিশ তদন্তে নামে। পরে মোবাইল ট্রাকিংকের মাধ্যমে ওসি (তদন্ত) নূরুল ইসলাম জানতে পারেন সিলেট জেলার গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অবহরণকারীরা অবস্থান করছে।
এক ঝটিকা অভিযান চালিয়ে গত রবিবার রাতে ওসি (তদন্ত) নূরুল ইসলামের নেতৃত্বে এস.আই জুলহাস, এস.আই বিপ্লব চন্দ কুমার ও একদল পুলিশকে নিয়ে সিলেট জেলার গোয়াইনঘাট সীমান্ত এলাকার রুস্তমপুর ইউপির ভোগাইয়া গ্রামের হোসাইন মিয়ার বাড়ী থেকে অক্ষত অবস্থায় ভিকটিমদ্বয়কে উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।