এস এইচ টিটু : হবিগঞ্জ সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হচ্ছে অলিপুর-ভ্রাম্মনডুরা(শাহজীবাজার–সাধু বাজার)এ সড়ক।কিন্তু দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি মরণফাঁদে পরিণত হয়ে আছে।
এ সড়কটিকে এখন ‘সড়ক’ বলে চেনার উপায় নেই। অলিপুর বাজার হইতে মোজাহের স্কুল পর্যন্ত সড়কের স্থানে স্থানে পুকুরের মতো বিশালাকারের গর্ত, খানাখন্দ আর ডোবার মতো সৃষ্টি হয়েছে।জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বাধ্য হয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, অলিপুর বাজার হইতে মোজাহের স্কুল পর্যন্ত সড়কটিই বিপজ্জনক সব গর্ত আর খানাখন্দে ভরপুর।সড়কের পিচ অনেক আগে ওঠে গিয়ে সেখানে বিশাল বিশাল সব গর্ত তৈরী হয়েছে। দেখে মনে হবে, সড়ক নয়, এ যেন পুকুর!
অলিপুর এখন শিল্পনগরী বলে পরিচিত।ঐখানে রয়েছে বিভিন্ন কোম্পানি ও শিক্ষা প্রতিষ্টান।এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক,প্রাণ আর এফ এল কোম্পানির বাস চলাচল করে।কিন্তু এই সড়কটি বছরের পর বছর ধরে চরম বেহালে পড়ে থাকলেও সংশ্লিষ্টদের কোনো মাথাব্যথা নেই।
জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। প্রায় প্রতিদিনই এ সড়কে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে।প্রায় সময়ই সড়কের বিশালাকারের গর্তে আটকে যায় ট্রাক কিংবা অন্য কোনো যানবাহন।তখন সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।বছরের পর বছর পেরিয়ে গেলেও জনগুরুত্বপূর্ণ এ সড়কটিতে লাগেনি সংস্কারের ছোঁয়া।
অলিপুর বাজার কমিটির সেক্রেটারি আবু তাহের মেম্বার এ প্রতিনিধিকে জানান,বিগত এক দেড় বছর আগে প্রাণ আর এফ এল গ্রুপের কর্মকর্তারা কোম্পানির নিজস্ব তহবিল থেকে শৈলজুড়া গ্রামে যাওয়ার সড়ক এবং মোজাহের স্কুল থেকে ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত করে দেওয়ার কমিটমেন্ট দেন কিন্তু আজও কমিটমেন্ট বাস্তবায়ন করার কোন প্রদক্ষেপ নেননি।ফলে এই সড়কটি এখন যেন মরণ ফাঁদ পরিনত হয়েছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন লোকজন,ব্যবসায়ী,চাকরিজীবী,রুগীসহ অনেক স্কুল, কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে এ সড়ক দিয়ে চলাচল করে এখন বৃষ্টির দিনে এ সড়ক দিয়ে চলাচল সম্ভব হয় না তাই জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার বা মেরামত করার ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।