মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ টানা ৩ দিনের অতি বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিন্মাঞ্চলের বোরো ফসল ও শাক সবজির মাঠ পানির নিচে তলিয়ে গেছে। গত ২১ এপ্রিল থেকে টানা বৃষ্টি ও স্বল্প মাঝারি বর্ষণে প্রায় ১ হাজার কৃষকের প্রায় ২ হাজার একর জমির বোরো ফসল ও বিভিন্ন শাক সবজির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে পাকা বোরো ধান কেটে গোলায় তুলতে না পেরে কৃষক ও বর্গাচাষিরা কাঁদছেন। অন্যদিকে শাকসবজি কাঁচা মরিচ, বেগুন, বরবটি, শশা, কুমড়া, মিষ্টি কুমড়া, করলা, লাল শাক, চেঙ্গা, লাউসহ বিভিন্ন সবজি ফসল নষ্ট হয়েছে। ৩ দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন করে প্লাবিত হচ্ছে উপজেলার নিন্মাঞ্চল। এছাড়া অবিরাম বৃষ্টিপাতের কারণে চালের দাম, ধানের দাম ও শাকসবজির দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। অপর দিকে পাহাড়ি ঢলে চুনারুঘাট শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি পাকুড়িয়া খোয়াই ব্রিজের পয়েন্টে বিপদ সীমার ১০০ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর দু’তীরের মানুষ বাঁধ ভাঙ্গনের আতংকে ভোগছেন। বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় অনেকের পুকুর ও মৎস্য খামারের মাছ ভেসে যাচ্ছে। চুনারুঘাটের নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় প্রায় ২০ লক্ষাধিক টাকার বোরো ধানের ক্ষয়-ক্ষতি হয়েছে।