বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় দুই ভাই নিহত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘঠে।
নিহতরা হল হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকার সুঘর গ্রামের আলতাব হোসেনের ছেলে সোহেল (৩২) ও রুহেল মিয়া (১৭)।
জানা যায়, সোহেল আর রুবেল সকাল ৭টার দিকে দিগাম্বর শশুর বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সোহেল তার ছোট ভাই রুহেলকে সিএনজি চালানো শিখাচ্ছিল। মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে পৌছলে সিএনজিটি রং সাইটে চলে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাদের সিএনজিটিকে চাপা দিলে সিএনজিটি ধুমড়ে মুছড়ে য়ায়। ঘটনাস্থলেই রুহেল মিয়া নিহত হয়। হবিগঞ্জ সদর হাসপাতাল নেওয়ার পথে সোহেল মিয়াও নিহত হয়।
বাহুবল মডেল থানার এসআই নাঈম সকাল সাড়ে আটটায় ঘটনাস্থল থেকে করাঙ্গী নিউজকে সত্যতা নিশ্চিত করে জানান মহাসড়কে বড় ভাই তার ছোট ভাইকে সিএনজি চালানো শিখানোর সময় বিপরিত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে দু জন নিহত হয়।