ছনি চৌধুরী॥ হবিগঞ্জ সদর উপজেলায় ডাকাতি করতে গিয়ে জনতার গন পিঠুনীতে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
জানাযায়,রবিবার ভোর রাতে সদর উপজেলার বগবাড়ি গ্রামে জবেদ আলীর বাড়ীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল মূখোশধারী ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘন্টাব্যাপি তান্ডব চালায় ডাকাত দল ।
এসময় ডাকাতির এক পর্যায়ে জবেদ আলীর তিন ছেলেকে ছুরিকাঘাত করে ডাকাতরা এসময় তিন ছেলে সহ ঘরের গৃহকর্মী গুরুতর আহত হন। পরে পরিবারের অন্যান্যদের সু-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদের হাত থেকে গুরুতর আহত অবস্থায় ৪জনকে উদ্ধার কওে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয় । অন্যদিকে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় জুয়েল মিয়া নামের এক ডাকাতকে জনতা আটক করে গণ পিটুনী দেয়। এসময় ঘটনাস্থলেই ডাকাত জুয়েলের মৃত্যু হয় । নিহত ডাকাত জুয়েল (৩৫) সদর উপজেলার যমুনাবাদ গ্রামের শীর্ষ ডাকাত চেরাগ আলীর ছেলে।