স্পোর্টস ডেস্ক : গত শ্রীলংকা সফরে টি ২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তজা। তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন, বাংলাদেশের পরবর্তী টি ২০ অধিনায়ক হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সভাপতির সেই ইঙ্গিত আজ বাস্তবে রূপ নিল। শনিবার (২২ এপ্রিল) বিকালে বাংলাদেশের নতুন টি ২০ অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে বিসিবি।
আইপিএল খেলতে সাকিব আল হাসান এখন ভারতে রয়েছেন। সামনে টাইগারদের কোনো টি ২০ সিরিজও নেই। মে মাসে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবেন মাশরাফি-সাকিবরা।