মোঃ নজরুল ইসলাম তালুকদার,বানিয়াচং থেকে ॥ বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বানিয়াচং আজমিরীগঞ্জের মা মাটি ও গণ মানুষের নেতা সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হাসান বলেছেন, অতিবৃষ্টি আর অকাল বন্যায় বোরো ফসল হারানো কৃষকদের মধ্যে হাহাকার চলছে।
তলিয়ে যাওয়া ফসলের সাথে হাজার হাজার কৃষক পরিবার নিঃসম্বল হয়ে পড়েছেন।অসহায় মানুষের সাহায্যে সরকার এগিয়ে আসছে না। তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনসমুহের নেতাকর্মিকে ফসল হারানো অসহায় কৃষকদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান এবং অকাল বন্যায় তলিয়ে যাওয়া বানিয়াচং-আজমিরীগঞ্জ হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
জানা যায়, আজ শুত্রুবার কাগাপাশা ইউনিয়নের বিভিন্ন হাওর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ক্ষতিগ্রস্থ হাওর পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ,উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন বকুল প্রমুখ।