মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির আয়োজনে জঙ্গি দমন ও মাদক প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে উপজেলার হরষপুর রেলস্টেশন মাহবুব পাঠাগারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আ. আওয়াল মেম্বারের সভাপতিত্বে ও ডা. আব্দুল আলীমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফারুক আহম্মেদ পারুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) এমরান হোসেন, এএসআই আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হাজী আবু তাহের, ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম রাজা, সাংবাদিক শামীম চৌধুরী, সমাজ সেবক মুখলেছুর রহমান সয়দ মিয়া, আবু তাহের প্রমুখ।