আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে কাকাইলছেওয়ে কালবৈশাখী ঝড়ে বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ মহিলা মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, আজমিরীগঞ্জ বাজারে বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন অনুমানিক প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলার প্রায় ৬ মাস পূর্বে আবির্ভাব ঘটে।ওই বৃদ্ধ মহিলার স্হায়ী ঠিকানা কেউই বলতে পারে না।কারণ সে বাক প্রতিবন্ধী ছিল।কোন কথা-ই সে স্পষ্ট ভাবে বলতে পারত না।
আজমিরীগঞ্জ টানবাজারের তহসিল অফিস, গোডাউন, কলেজরোড ও চরবাজারের মুন সিনেমাহল ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এলাকায় তার অবাধ বিচরণ ছিল।অনুমানিক প্রায় ২ মাস পূর্বে গভীর রাতে রাস্তায় হাঁটাচলা যাওয়া অবস্হায় একটি দ্রুতগামী ট্রলি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।তবে তার কোন রকম সুচিকিৎসা করানো হয়নি।
এলাকার লোকজন জানায়, গত মঙ্গলবার ওই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মহিলা আজমিরীগঞ্জ থেকে হেঁটে কাকাইলছেও চৌধুরী বাজারে আসে।পরদিন গত বুধবার দিনে ও রাতে দফায় দফায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অসুস্থ হয়ে প্রচন্ড ঠান্ডায় সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে পড়ে।এমনি করে কাকাইলছেও চৌধুরী বাজার থেকে শ্যামপুর গামী রাস্তার পাশে পড়ে থেকে জীবন যুদ্ধে হেরে গিয়ে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই মানসিক ভারসাম্যহীন বাক প্রতিবন্ধী বৃদ্ধ মহিলা।
খবর পেয়ে কাকাইলছেও ফাঁড়ির নৌ-পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফনের ব্যবস্থা করছেন বলে জানা গেছে।