মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া চা বাগানের সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে জীবন মান উন্নয়নের লক্ষ্যে অর্থ বিতরণ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
গত বুধবার সন্ধ্যায় কামাইছড়া চা বাগানে অর্থ বিতরণ অনুষ্ঠানে বাহুবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে ও ইউপি সদস্য শ্রী কুমার কৈরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাদেশ্বর ইউয়িনের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক ইমাম, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম প্রমুখ।
ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া চা বাগানের দুইশত সুবিধা বঞ্চিত নারীদেরকে এক সপ্তাহের ট্রেনিং শেষে তাদের হাতে জন প্রতি ১ হাজার সাতশত পঞ্চাশ টাকা করে তুলে দেওয়া হয়।