মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলের সাতকাপন ইউনিয়নে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
আজ দুপুর ২টায় সাতকাপন ইউনিয়ন পরিষদে এ আয়োজন করা হয়। গত কয়েক দিন ধরে টানা প্রবল বর্ষণে ভাটি অঞ্চলের ফসল পানিতে তলিয়ে যায়।
সাতকাপন ইউনিয়নের রওয়াইল, বক্তারপুর, মানিকপুর, জগতপুর, গকুলপুর, সোয়াইয়া, মানিকপুর, অলুয়া গ্রামগুলোর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে দুইশত কৃষকদের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোঃ আওলাদ মিয়া, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, মেম্বার আব্দুল জব্বার, আব্দুল করিম, আজিম উদ্দিন, সাহাবউদ্দিন প্রমুখ।