চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তাফা শহীদ অডিটরিয়ামে চুনারুঘাট আনসার ও ভিডিপি আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (চুনারুঘাট-মাধবপুর)-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক তাহমিনা আক্তারের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার, আনসার ও ভিডিপি জেলা কমান্ডার মোহাম্মদ মাহবুব উদ্দিন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, পৌর আওয়ামীলীগ সভাপতি তাহির মিয়া মহালদার, এমপি পিএস বেলাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মাসুদুল ইসলাম, সামজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় অফিসার এহসানুল হক, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামচ্ছুজ্জামান শামীম, সাটিয়াজুরী ইউনিয়ন চেয়ারম্যান আঃ রশিদ, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ শফিউল ইসলাম শাফি, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা তাতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন প্রমুখ।
বক্তব্য রাখেন পাইকপাড়া ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা মোঃ জামাল, গাজীপুর ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা মোছাঃ আছমা আক্তার। বার্ষিক সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনসার ভিডিপির উবাহাটা ইউপির দলনেতা মোঃ ফরিদ মিয়া ও গীতা পাঠ করেন হেপী রানী।