নবীগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক শিশু উৎসবে যোগ দিতে নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের নৃত্যশিল্পী শাহরিয়ার তামজিদ মোহন তুরস্কে গমণ করেছে। আগামী ২৩ এপ্রিল তুরস্কের রেডিও ও টেলিভিশন এর উদ্যোগে ৩৯তম আর্ন্তজাতিক শিশু উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে যোগদান করতে বাংলাদেশ থেকে মোট ১৪ জন শিশুশিল্পী গত সোমবার সকাল ৬.১৫ মিনিটে তার্কিস এয়ারলাইন্স যোগে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মোহন নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের মন্টু মিয়া ও ইউপি মহিলা মেম্বার আশিকুল বেগমের পুত্র। মোহনের মা আশিকুল বেগম জানান, ২০১৩ সালে ব্রাক চ্যানেল-আই দীপশিখা অনুষ্ঠানে অংশগ্রহন করে মোহন ১ম জাতীয় পুরস্কার অর্জন করে। এরপর বিটিভি সুবর্ন জয়ন্তী, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমীসহ বিভিন্ন জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে সে এ পর্যন্ত মোট ১১ বার জাতীয় পুরস্কার অর্জন করে। মোহনের এ সাফল্যের জন্য তার পিতা-মাতা আনন্দ নিকেতন পরিবার, ব্রাক চ্যানেল- আই পরিবার ও বিশেষ করে আনন্দ নিকেতনের নৃত্য বিভাগের প্রশিক্ষক প্রবীর শীলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এব্যাপারে আনন্দ নিকেতনের সভাপতি প্রনব দেব বলেন, মোহনের এই সাফল্যে আনন্দ নিকেতন পরিবার গর্বিত। প্রতিটি শিশুই মোহনের মতো আন্তর্জাতিক পরিসরে অংশগ্রহন করে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমন্ডলকে আরো সমৃদ্ধ ও বিকশিত করে তুলবে বলে আমি আশাবাদী।