হামিদুর রহমান,মাধবপুর থেকে : বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) জোয়ানরা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিষপুর-ধর্মঘর সড়কের সোয়াবই এলাকায় অভিযান চালিয়ে ফজল মিয়া(৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে ।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান,গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার(১৮ এপ্রিল) বিকালে হরষপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল নায়েব সুবেদার সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ইয়াবা পাচার কালে ৫০ পিছ ইয়াবা সহ বি বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের মমরুজ আলীর ছেলে ফজল মিয়া(৪০) আটক করেছে। আটকৃতের বিরোদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।