স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকা থেকে ৭০টি টিকেটসহ আব্দুল কাইয়ূমকে নামের এক টিকেট কালোবাজারী আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পার্কিং এলাকা থেকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। আটক আব্দুল কাইয়ূম হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ বড়চর (তালুগড়াই) এলাকার বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, রাতে পুলিশের একটি দল জংশনের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাইয়ূমকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদয়ন, পাহাড়িকা, পারাবত, জয়ন্তিকাসহ বিভিন্ন ট্রেনের পাঁচ দিনের ৭০টি টিকেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। শায়েস্তাগঞ্জ পৌরসভায় কালোবাজারে বিক্রির কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকেট সঙ্কট দেখা দেয়। তবে অতিরিক্ত টাকা দিয়ে ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেও কালোবাজারীদের কাছে টিকেট পাওয়া যায়।