নিজস্ব প্রতিনিধি :এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর পিতা ভাটি এলাকার বিশিষ্ট সমাজসেবক ও বিচারক মুরাদপুর গ্রামের মোঃ আজিজুর রহমান চৌধুরী (৭৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)।
তিনি গত সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় ফ্রান্সের প্যারিসে ইন্তেকাল করেন।তাঁর মৃত্যুর খবরে মুরাদপুরসহ ভাটি এলাকায় শোকের ছায়া পড়েছে।
মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ১ কন্যা, স্ত্রী, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কয়েক বছর যাবত ফ্রান্সের প্যারিসে বসবাস করছেন।
ভাটি এলাকার বিশিষ্ট এ সমাজসেবক ও বিচারক এর লাশ শীঘ্রই বাংলাদেশে এনে বানিয়াচঙ্গ উপজেলার মুরাদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পরিবার থেকে জানানো হয়েছে।
একইসাথে পরিবারের পক্ষ থেকে উনার আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।