চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকদ্রব্য প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে চুনারুঘাট সদর ঈদগাঁ ময়দানে সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা জহুর আলী।
মাওলানা আব্দুল কাইয়ূমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. নূরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহমেদ, মাওলানা আজিজুল হক,মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মিয়াজুর রহমান, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মোশাহিদ আলী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ইদ্রিছ আলী, মাওলানা মঈনুদ্দিন, মাওলানা আমান উল্লা, মাওলানা আনাছ মাহমুদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল মান্নান রাব্বানী, মাওলানা জিহাদুল হক, শেখ খাইরুল কবীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সন্ত্রাস-জঙ্গীবাদ একটি বৈশ্বিক সমস্যা। ইসলাম ও মুসলমানদের হেয় প্রতিপন্ন করার জন্য এসব ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত। এই জঙ্গীবাদ সমস্যা থেকে উত্তরনের জন্য শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবী জানান। উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে সকলকে রুখে দাড়ানোর আহ্বান জানান।