নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে
অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল
রুমে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার উপস্থিত থেকে উক্ত অ্যাসিসটিভ ডিভাইসগুলো বিতরন করেন।
এসময় উপস্থিতি ছিলেন, ২ং বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামিম আহমদ
চৌধুরী, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সাংবাদিক মতিউর রহমান মুন্না।
তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির সাব কম্পোনেন্ট একীভূত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে নিমিত্ত ২০১৫-১৬ অর্থ বছরের উপজেলা পর্যায়ে “ইউপেপ”এর মাধ্যমে একীভূত শিক্ষা কার্যক্রমের আওতায় ৫জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার ও চশমা) বিতরন করা হয়।