নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে দীর্ঘ দিন যাবত জোয়ার আসর অবশেষে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমানের নির্দেশে বন্ধ হলো।
অনেকটা বাধ্য হয়ে ইনাতগঞ্জ ফাঁড়ীর ইনচার্জ ধর্মজিৎ সিনহা অভিযান চালিয়ে ৫ জোয়ারীকে আটক করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়,নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে একটি দোকান ঘরে দীর্ঘ দিন ধরে জোয়ার আসর চলে আসছে।
সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে জোয়ারীরা ইনাতগঞ্জ বাজারে এসে জোয়া খেলায় অংশ নেয়। দিন রাত চলে লক্ষ লক্ষ টাকার খেলা। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ী থেকে কয়েক শত গজ দুরে এই খেলা চললেও রহশ্যজনক কারনে প্রশাসন ছিল নীরব। চলে আসা এই জোয়ার খবরটি সিলেট এলাকার সবাই জানলেও শুধু জানতো না ফাঁড়ীর পুলিশ।
অবশেষে ইনাতগঞ্জের সুশীল সমাজের পক্ষে জনপ্রতিধি,বাজার কমিটির লোকজন নবীগঞ্জ থানার ওসি এমএম আতাউর রহমানকে ইনাতগঞ্জে জোয়ার আসরটি বন্ধের জন্য অনুরোধ করেন। তাছাড়া মাদক ও যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটে ইনাতগঞ্জে সয়লাভ। এই বিষয়টিও অবহিত করেন। ইতিমধ্যে কিছু মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করা হলেও মুল হুতারা এখন ও ধরা ছোয়ার বাইরে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওসি আতাউর রহমান ইনাতগঞ্জে জোয়ার আসরটি বন্ধের জন্য ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিনহাকে কড়াভাবে নির্দেশ দেন।
ফলে বাধ্য হয়ে এসআই ধর্মজিৎ গতকাল সোমবার উক্ত দোকান ঘরে অভিযান চালিয়ে ৫জোয়ারীকে গ্রেফতার করেন। দীর্ঘ দিন ধরে চলে আসা এই জোয়ার আসরটি বন্ধে প্রদক্ষেপ নেয়ায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমানের প্রতি কৃতঞ্জতা জানিয়ে মাদক ও ইয়াবা ট্যাবলেট নিয়ন্ত্রনে প্রয়োজনীয় ব্যবস্থা গস্খহণ করার জন্য এলাকাবাসী দাবী জানান।