মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে ১১৬ বোতল ফেনসিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক করছে পুলিশ।
রোববার (১৬ এপ্রিল) সকালে উপজেলার মাধবপুর-মনতলা সড়কের নোয়াগাঁও শ্মশানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর গ্রামের ফজলু মিয়ার স্ত্রী অনুফা বেগম (৪০), একই উপজেলার আগানগর গ্রামের মৃত সামছু মিয়ার স্ত্রী ফজিলা বেগম (৪২) ও ভৈরবপুর গ্রামের গোলাম হোসেনের স্ত্রী নাজমা বেগম (৪৫)।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, সকালে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ১১৬ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।