মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ডাকাত খোকন মিয়া (৪২) কে গ্রেপ্তার করেছে।
রোববার (১৬ এপ্রিল) বিকালে নোয়াপাড়া বেঙ্গাডোবা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, অই দিন দুপুরে মাধবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম এর নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত ফরাস উদ্দিনের ছেলে খোকন মিয়াকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, সে ১৯৯৫ সালের ২টি ডাকাতি মামলার পলাতক আসামি।