নাসির উদ্দিন লস্কর,চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর শহরের পীরের বাজারে শত বছরের ঐতিহ্য বান্নি (বৈশাখী মেলা) কঠোর নিরাপত্তায় সমাপ্ত হয়েছে।
শনিবার সকাল থেকেই চুনারুঘাট থানা পুলিশ শহরের দক্ষিন বাসষ্ঠান্ডে এবং উত্তর বাজার শাকির মোহাম্মদ রোডে পুলিশ ব্যরিকেট নিয়ে সকল যান চলাচল বন্ধ করে দেয়।
পাশাপাশি পুলিশ মধ্য বাজারে অস্থায়ী পুলিশ বক্সে দায়িত্ব পালন করে। বান্নিতে আসা সন্দেহভাজনদের তল্লাশী করে বান্নিতে যেতে দেয়। বান্নিতে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ বান্নি পীরের বাজার থেকে চুনারুঘাট শহর পর্যন্ত এসে যায়। প্রচন্ড গরমের কারণে সকালে মানুষের ভীড় কম হলেও বিকালে দলে দলে মানুষের ঢল নামে।
এদিকে ঐতিহ্য বান্নি থেকে মোজাহিদ (২৫) নামে এক দুস্কৃতিকারীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
শনিবার দুপুরে থাকে আটক করা হয়।সে বানিয়াচঙ্গ উপজেলার সুজাতপুর গ্রামের কদর আলীর ছেলে।পুলিশ জানায়, মেলায় সে নানা অপকর্ম করার চেষ্টা করছিল।