আবু হেনা আজমিরীগঞ্জ থেকেঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিজিডি কর্মসূচীর আওতায় মহিলাদের জন্য খাদ্যশশ্য চোরাই পথে পাচারকালে ৩৩ বস্তা খাদ্যশশ্যসহ পাচারকারী মোশাহিদ (৪৫) কে আটক করেছে পুলিশ। খাদ্যশশ্য জব্দ করে থানায় নিয়ে আসে।
জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে ভিজিডির আওতায় প্রায় ৪ শতাধিক মহিলাদের জন্য বিনামূলে বিতরন করে।
১৫ এপ্রিল রোজ শনিবার ৩৩ বস্তা খাদ্যশশ্য সরকারী সিল যুক্ত চটের বস্তা থেকে প্লাষ্টিকের বস্তা ভরে চটের বস্তা সঙ্গে নিয়ে নৌকা যোগে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এ এস আই আবুল মালেক, মোহাম্মদ আলী, তোহা অভিযান চালিয়ে পৌর এলাকার প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন নৌকা ঘাট থেকে উল্লেখিত খাদ্যশশ্য জব্দ করে পাচারকারী শিবপসা ইউনিয়নের জুলফিকার মিয়ার পুত্র মোশাহিদ মিয়া (৪৫) কে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত মোশাহিদ জানান, উক্ত খাদ্যশশ্য সরকারী ভিজিডির তিনি জানেন, তবে তিনি জলসুখা ইউনিয়নের সাবেক সদস্য লিবাস মিয়ার নিকট থেকে ক্রয় করেছেন বলে জানান।
আজমিরীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃ দাঃ) বলেন, আগামীকাল জলসুখা ইউনিয়নে সরেজমিনে গিয়ে তদন্ত করবেন।