আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার চন্দনা ব্রিজের নিকটস্থ খালপাড় থেকে দুটি নবজাতক নর শিশুর লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল সকাল সাতটায় স্থানীয় শিশুরা একটি ভরা পলিব্যাগ দেখতে পায়। তাতে সদাই রয়েছে মনে করে ব্যাগটি খুলে জোড়া নবজাতকের তরতাজা লাশ দেখতে পেয়ে হৈচৈ শুরু করে।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনা স্থলে চুনারুঘাট থানার এস,আই জুলহাসের নেতৃত্বে একদল পুলিশ পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ নিয়ে এলাকায় ছিঃছি রব শোনা যাচ্ছে।