নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে মারামারি ও টাকা আত্মসাত মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, চলতি বছরের প্রথম দিকে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মুক্তাহার গ্রামের মৃত তৈয়ব উল্লার ছেলে নুরুল ইসলাম একই গ্রামের মৃত আব্দুস ছুবানের ছেলে হায়দর আলীগংদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মারামারি ও টাকা আত্মসাতের মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য থানা পুলিশকে নিদের্শ দেন। পুলিশ মামলার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দিলে বিজ্ঞ আদালত গত মঙ্গলবার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে এএসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহর থেকে মৃত আব্দুস ছুবানের ছেলে হায়দর মিয়া (৩৫), জাহান মিয়া (২৫) ও জাহেদ মিয়া (৩০)কে গ্রেফতার করেছেন। তাদের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় লোকজন, ধৃত হায়দর মিয়া ও ভাইয়েরা এলাকায় দাঙ্গাবাজ ও পর সম্পদ লোভী বলে জানান।