কামরুজ্জামান আল রিয়াদ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রাণ আরএফএল গ্র“পের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে তামার তার চুরি করার সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে তামার তার চুরি করতে যায় দুই যুবক। ঘটনাটি বুঝতে পেরে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন ও এসআই জাকির হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অভিযান চালিয়ে তামার তার সহ মোঃ সুজন মিয়া (১৯) পিতা-মোঃ আলমগীর তালুকদার,গ্রাম-পুরাসুন্দা ও একই গ্রামের ইব্রাহিম মিয়া (১৮)কে গ্রেফতার করে।
এব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেন।
অপরদিকে ১০লিটার চোলাই মদ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর রহমান (৩৫) কে শায়েস্তাগঞ্জ থানার নূরপুর ইউনিয়নের সুতাং মুচিবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ থানার সুতাং এলাকার আব্দুর নুর এর পুত্র। তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় ১৬টি মাদক মামলা রয়েছে।