বিনোদন ডেস্ক : কিং খানের সঙ্গে এবার ফ্রেম শেয়ারের সুযোগ পেতে পারেন আলিয়া ভাট৷ রোহিত শেঠির পরের ছবিতে তাঁর অভিনয় করা প্রায় পাকা৷ কীর্তি স্যাননকে টপকে এই চরিত্র যাচ্ছে আলিয়ার কাছে৷রোহিত শেঠির পরের ছবিতে শাহরুখের সঙ্গে থাকবেন বরুণ ধাওয়ানও৷ এ ছবিতে কিং খানের ভাই হয়েছেন বরুণ৷ ঠিক ছিল বরুণের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন কীর্তি স্যানন৷বলিপাড়ার খবর, শেষমেশ সে চরিত্র গেল আলিয়ার দখলে৷
কিছুদিন আগেই আলিয়া ইঙ্গিত দিয়েছিলেন এ ছবিতে তিনি কাজ করতে পারেন৷ পরিচালকের তো বটেই, স্বয়ং কিং খানেরও পছন্দ ছিল আলিয়াকে৷ পরিচালক জানিয়েছিলেন, আলিয়া ডেট দিতে পারলে কীর্তির আগে থাকবে তাঁরই জায়গা৷ গ্রিন সিগন্যাল মিলতেই কীর্তির জায়গায় নিজেকে নিয়ে যেতে কসুর করেননি আলিয়া৷বরুণ ধাওয়ানের সঙ্গে দুটো ছবিতে কাজ করেছেন আলিয়া৷ তবে শাহরুখের সঙ্গে এই প্রথমবার কাজ করবেন তিনি৷ ছবিতে শাহরুখের নায়িকা কে হবেন, তা অবশ্য এখনও ঠিক হয়নি৷ ছবির নাম এখনও অবধি পরিচালক ভেবে রেখেছেন ‘দিলওয়ালে’৷
শাহরুখের ছবিতে আলিয়ার অভিষেকের খবর অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি৷ তবে বলিমহলের মতে, আলিয়া ছবির জন্য ডেট বের করতে পারলেই, কিং খানের সঙ্গে এক ছবিতে অভিনয় তাঁর পাকা৷