আবু হেনা ,আজমিরীগঞ্জ থেকে: হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার ফিস ইন্ডাষ্ট্রিজ সংলগ্ন মুচি পাড়া পুলিশ অভিযান চালিয়ে ৩০ লিটার চুলাই মদ ১৩০ লিটার ওয়াস উদ্ধার করে।
এবং মদ তৈরীর কারিগর সুখি রকি দাসকে আটক করে থানায় নিয়ে আসে। ৩ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।
জানাযায়, আজমিরীগঞ্জ মুচি পাড়ায় প্রতিদিন শতশত লিটার দেশীয় চুলাই মদ উৎপাদন করে রাতের আধারে উপজেলার বিভিন্ন স্থানে পাচার করা হত।
বুধবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এস আই হুমায়ুন কবীরের নেতৃত্বে এ এস আই আঃ মালেক, নাসিম উদ্দিন, সাইফুর রহমান সহ একদল পুলিশ অভিযান চালিয়ে কিরমন রবি দাসের স্ত্রী সুখি রবি দাস ,মুচি পাড়ার সর্দার মালতি রবি দাস ও মায়া রবি দাসের বসত ঘর থেকে ডেক, ডেকছি ও প্রালাষ্টিকের ডাম কনটেইনার ভর্তি উল্লেখিত মদসহ উপকরন উদ্ধার করে, সুখি রবি দাস, মালতি রবি দাস, মায়া রবি দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।