নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবসহ বিভিন্ন দেশে গমনেচ্ছুকদের রেজিস্ট্রেশন চলছে হবিগঞ্জ পৌরসভায়। গতকাল হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের নির্দেশনা মোতাবেক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ ফেব্র“য়ারি থেকে সৌদিআরব-সহ অন্যান্য দেশে গমনেচ্ছুক পুরুষ/মহিলা কর্মীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় হবিগঞ্জ পৌরসভার ডিজিটাল সেন্টার কর্তৃক ফরম সংগ্রহ ও জমা প্রদানের কার্যক্রম চলছে। বর্ণিত সেন্টার ছাড়া কোন ফটোকপি ফরম গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত তথ্যের জন্য হবিগঞ্জ পৌর ডিজিটাল সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম।