চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট এবং বিভিন্ন উস্কানীমুলক পোষ্ট দেওয়ার অভিযোগে ইসলামী ছাত্র শিবির সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল তামিমকে সোমবার রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম. আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে।
সে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের আটালিয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র।
এ ব্যাপারে উপজেলা ছাত্রীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ বিল্লাল বাদী হয়ে সোমবার রাতে চুনারুঘাট থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত সাবেক ছাত্র শিবির নেতা জামাল তামিমকে মঙ্গলবার হবিগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। শিবির নেতা জামাল তামিম তার ফেসবুক আইডিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে এবং বিভিন্ন উস্কানীমুলক পোষ্ট তার দেওয়ালে আপলোড করে। বিষয়টি দেখতে পেয়ে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ সোমবার রাতে চুনারুঘাট থানা পুলিশকে জানান। রাতে তার আইডি জামাল তামিম চেক করে পুলিশ ঘটনার সত্যতা পায়।
পরে রাতেই চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে জামাল তামিমকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। সে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট দেওয়ার কথা স্বীকার করেছে। অবশ্য পরে বিতর্কিত পোষ্ট ডিলেট করে দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক মোহাম্মদ বিল্লাল বাদী হয়ে আইসিটি আইনে তার বিরুদ্ধে চুনারুঘাট একটি মামলা দায়ের করেছেন।