আজিজুল হক নাসিরঃ হবিগন্জ জেলা সমবায়ের উদ্যোগে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলার সমবায়ী সদস্যদের নিয়ে এক ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা সমবায় কর্মকর্তা এমরানুল হকে সঞ্চালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা।
বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা রতন পাল, ক্ষেত্র সহকারি উপজেলা মৎস্য অফিস মোঃ আঃ মোছাব্বির, জেলা সমবায় অফিসের পরিদর্শক রুপালী পাল, হবিগন্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ফারুক আহমেদ, পরিচালক সৈয়দ মোফাজ্জল হোসেন, রাণীগাও ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সাংবাদিক মুহিত চৌধুরী, উদয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল কালাম চৌধুরী, তরফ বহুমুখী সমবায় সমিতির সভাপতি সফিকুর রহমান, গোছাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ মানিক মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে, জঙ্গীবাদ দমনে করনীয় ছাড়াও কৃষি উন্নয়ন, মৎস্য চাষ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরিশেষে সমবায় সমিতিে গঠন, পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।