নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে এসপিএল টি-১০ এর ফাইনাল খেলায় জেন্টস ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন তালুকদার ও কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুক আহমেদ। খেলা শেষে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্বাস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম পুলক ও বিলালের বিশেষ সহায়তায় অনুষ্ঠিত এসপিএল টি-১০ খেলাটি স্পন্সর করেছেন আমেরিকা প্রবাসী মোঃ আবুল কাসেম ও ফ্রান্স প্রবাসী বদরুল আলম তালুকদার। পরিচালনায় ছিলেন সুমেল। ফাইনাল খেলায় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ৬ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় জেন্টস ফ্রেন্ডস ক্লাব।