নবীগঞ্জ প্রতিনিধিঃ বাহুবল মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ মো ̄Íফা কামালের মৃতু ̈তে গভীর শোক প্রকাশ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের নেত…বৃন্দ। শোক জ্ঞাপন হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সহ-সভাপতি আশাহীদ আলী আশা, অলিউর রহমান,যুগ্ম সম্পাদক রাকিল হোসেন, অর্থ সম্পাদক সেলিম তালুকদার, সাং ̄‹…তিক সম্পাদক এম মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস ̈ মোঃ মছদ্দর আলী, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, প্রভাষক আলাউর রহমান, সাইফুল জাহান চৌধুরী, এটি এম সালাম, সাবেক সাধারন সম্পাদক এম এ আহমদ আজাদ, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সাবেক অর্থ সম্পাদক সলিল বরন দাশ, কালীপদ ভটধাচার্য ̈, জাকির হোসেন চৌধুরী, সুলতান মাহমুদ, জাকিরুল ইসলাম, মোঃ জসিম তালুকদার, নিয়ামুল করিম অপু, মতিউর রহমান মুন্না প্রমুখ। শোক জ্ঞাপনকারীরা তার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে শোক তন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।