চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার আস্কারপুর কেন্দ্রীয় আলিমীয়া কল্যাণ সংস্থার লক্ষ্মীপুর শাখা’র উদ্যোগে কাল রোববার বাদ মাগরিব সংস্থার মাঠ প্রাঙ্গনে খতমে কোরআন, বিশেষ মিলাদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
লক্ষ্মীপুর সংস্থার মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আস্কারপুর কেন্দ্রীয় আলিমীয়া কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ্সূফী আলিম বক্স শাহ্ ওয়ার্ছি।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা সংস্থার সভাপতি মোঃ মোবারক মিয়া, মোঃ মুজিবুর রহমান, উত্তর আদমপুর সংস্থার আলহাজ্ব রফিক মিয়া ওয়ার্ছি। মোঃ এমদাদুল হক, আলহাজ্ব মোঃ ছিদ্দিক আলী মেম্বার প্রমূখ। মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।