মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ১০৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার ভোররাতে উপজেলার হরিণখোলা এলাকা থেকে গাঁজাগুলি উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে হর নেতৃত্বে একদল বিজিবি সদস্য হরিণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
হরিণখোলা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার সেলিম উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।