নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে দুই বাড়ীতে গরু চুরি সংঘটিত হওয়ায় কৃষকদের মধ্যে গরু চুরি আতংক বিরাজ করছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ্য মালিক সূত্রে জানা যায়,ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামের কিরমোহন সূত্র ধরের বাড়ী থেকে গত বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ চোরের দল গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায়। অনেক খোজাঁখুঁজি করেও গরু দুটির সন্ধান পাননি তিনি।
এর আগে ইউনিয়নের আগনা গ্রামের বিধান রায়ের বাড়ীর গোলাল ঘর থেকে অনুরুপভাবে চোরের দল ৩টি গরু চুরি করে নিয়ে যায়। ঘনঘন চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে চুরির আতংক বিরাজ করছে।
অনেক বাড়ীতে কৃষকরা চুরি টেকাতে নিজ উদ্যোগে পাহাড়াদার নিযুক্ত করেছেন। এক দিকে যেমন পাহাড়ী ঢল ও বৃষ্টির পানিতে উপজেলার বিভিন্ন হাওরের বোরো ধান পানির নিচে। অন্য দিকে চুরির ঘটনায় কৃষকদের মধ্যে হতাশার চাপ লক্ষ করা গেছে। এ যেন মরার উপর খড়ার ঘাঁ। রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর টহল ব্যবস্থা জোরদার না থাকায় ঘনঘন চুরি বৃদ্ধি পাচ্ছে বলে এলাকাবাসী মনে করছেন। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্থ গরুর মালিক কিরমোহন সূত্র ধর ও বিধান রায়।