বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের পল্লীতে ৩টি হাওর বন্যার কবল থেকে রক্ষা করতে গ্রামবাসীর উদ্বোগে ২শ বাঁধ নির্মান শ্রমিক নিয়োগ এবং ব্যয় করা হবে ৭ লক্ষ টাকা জানিয়েছেন এলাকাবাসী ।
জানা যায়, সারা দেশ ন্যায় উপজেলার কাগাপাশা ইউনিয়নের চলতি বোরো মৌসুমে কয়েক দিনের ভারী বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ইউনিয়নের প্রায় ১ হাজার হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। কিন্তু ইউনিয়নের ২০ টি চোট বড় হাওরের মধ্যে ৮টি-ই ছিল ঝুঁকিপুর্ন। গত ২৮ মার্চ থেকে ঐ হাওর রক্ষা বাঁধগুলোরও টলটলায়মান অবস্থায় আতঙ্কিত রয়েছে কৃষকরা।
গত ২৮ মার্চ সকাল থেকে শুরু হয়েছে ওই ইউনিয়নের চেপটির হাওর, কাকদার হাওর, চাকুয়ার বিল হাওর, আইলা বিল,দলাই বিল, খইয়ার বিল হাওরের কুশিয়ারা ও পাইলের নদীর পার প্রায় ১০ দিন ধরে বাগাহাতা, গাজিপুর, শান্তি পুর, বাতাকান্দি, হারুনী গ্রামের প্রায় প্রতিদিন ২শ লোক বাঁধ নির্মান কাজে নিয়োজিত রয়েছেন এবং বাঁধ রক্ষার লড়াই চলছে।
বাগহাতা গ্রামের কৃষক যুবলীগ নেতা রফিকুল ইসলাম (রবি) জানান, ওই হাওরের এরিয়া অনুমানিক ৭ কিলোমিটারের মধ্যে প্রায় ২ কিলোমিটার বাঁধ নির্মান করা হয়েছে । ওই হাওরে ধান আমাদের এক মাত্র ভরসা যদি হাওরের নির্মান বাঁধ ভেঙ্গে গেলে আমাদের ছেলে মেয়েদের নিয়ে যাব কোথায় আর কি খাব।
তিনি আরও জানান, কুশিয়ার নদী ও পাইলের নদী পাড় বাঁধ এবং খনন করার জন্য সরকারের প্রতি জোর দাবী করেন ।
এ ব্যাপারে বাগহাতা গ্রামের সভাপতি সাবেক মেম্বার আহাদ আলী, গাজিপুর গ্রাম সভাপতি আব্দুল আউয়াল, রফিকুল ইসলাম ও বর্তমান মেম্বার শাফির উদ্দিন জানান, আমাদের গ্রামের কয়েকটি বিল আগাম লিজ দিয়ে উল্লেখিত টাকা বাজেট করেছি আমরা ওই হাওরের বাঁধ নির্মান কাজের জন্য ব্যয় করব ।