চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের ঘনশ্যামপুর গ্রামের ৫১ বিএনপি নেতাকর্মী আ’লীগে যোগদান করেছেন।এ উপলক্ষ্যে গত বুধবার ঘনশ্যামপুর রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদ মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো.আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সেক্রেটারি আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আনোয়ার আলী,সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আঃ লতিব,উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাছন আলী মেম্বার,ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন,সেক্রেটারি প্রফেসর আবু নাছের,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও আলী রহমান প্রমুখ।
সভায় সাচ্চু মিয়া ও শিপন মিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ৫১ জন বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
উপজেলা চেয়ারম্যান আবু তাহের ফুলের মালা দিয়ে বরণ করেন এবং ঐ এলাকার উন্নয়নে ১১ লক্ষ ৪০ হাজার টাকার অনুদান প্রদান করেন।