নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রতি বছরের ন্যায় এবারো মুড়ারবন্দ ১২০ আউলিয়ার দরবার শরীফে খাঁজা মঈন উদ্দিন চিশতি (রহঃ) এর স্মরনে বাৎসরিক পবিত্র ওরস পালিত হয়েছে।
জানা যায়, ৬ই এপ্রিল বৃহস্পতিবার মুড়ারবন্দ ১২০ আউলিয়ার দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ¦ সৈয়দ সফিক আহমেদ চিশতী শফি আয়োজনে এবং তিনির বাড়ীতে খাঁজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) এর স্মরণে দিন ব্যাপী কোরআন তেলাওয়াত, জিকির আসকার ও বাদ এশা মিলাদের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
উক্ত মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মুড়ারবন্দ সিপাহসালার হযরত সৈয়দ শাহ নাছির উদ্দিন (রহঃ) দরবার শরীফের মসজিদের ইমাম মাওলানা মোঃ নিয়ামত আলী। দোয়া মাহফিলে জেলা পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম সহ ৫ শতাধিক আশেকান ভক্তবৃন্দ, মাদ্রাসার ছাত্র ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।