নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে নবীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ এর সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না।
অনুষ্ঠানে খরিপ-১ (২০১৭-২০১৮) মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
প্রত্যেককে ১ মন সার ও ৫ কেজি বীজ দেয়া হয়। পর্যায়ক্রমে ৮৫০ জন কৃষককে দেয়া হবে।