মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ খেটে খেয়ে জীবিকা নির্বাহ করলেও সততা বজায় রাখতে একটুও পিছু পা হননি আব্দুল মালেক। একজন ক্ষুদ্র চাষী হয়েও সততার দৃষ্ঠান্ত দেখিয়েছেন কৃষক আব্দুল মালেক। লোভহীন কৃষকের নাম এখন সবার মুখে মুখে।
জমিতে চাষ করতে গিয়ে ৫০ হাজার টাকা পেয়ে টাকার মালিক খোজে ফেরৎ দিয়ে তিনি এখন মহান পুরুষ। তার কার্যকলাপে উদ্বুদ্ধ হয়ে সততার নিদর্শন স্বরুপ তাকে গণ সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে মোঃ আঃ মালেক কে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় তাকে সততার পুরষ্কার স্বরুপ একটি সনদপত্র, বিভিন্ন ধরনের উপহার সামগ্রী, তছবিহ, জায়নামাজ, নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হয়। ্ এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি খায়সারুল গণি, মামুনুর রশীদ মামুন, দৈনিক তরফবার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এম এ মতিন চৌধুরী, ইউপি মেম্বার আজগর আলী, কেরামত আলী, মীর সাহেব আলী, দুলাল মিয়া তালুকদার, ইসহাক মিয়া, পরশ আলী, আঃ জলিল, আকবর আলী, আনোয়ারা বেগম, সায়েরা খাতুন ও শেফুল বেগম। উল্লেখ্য যে, গত ২০দিন আগে চুনারুঘাটের মধ্য নরপতি গ্রামের আব্দুল মালেক (৬০) জমিতে চাষ করতে গিয়ে জমির আইলে ৫০ হাজার টাকার একটি প্যাকেট পান।
পরে ওই টাকা বাড়ীতে নিয়ে এসে আশপাশের এলাকায় বিভিন্ন ভাবে প্রচার করেন। গত পরশু একই ইউনিয়নের চুরতা গ্রামের আপিল উদ্দীন ওই টাকার খোজে মালেকের বাড়ীতে এলে তিনি টাকার বর্ণনা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে টাকাগুলো ফেরত দিয়ে দেন। এ বিষয়টি এলাকায় আলোচনার ঝড় তুললে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ সততার নিদর্শন স্বরুপ সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধিত আব্দুল মালেক বলেন সততা নিয়েই বাচঁতে চাই জীবনে কখনো অন্যায় কিংবা অন্যের কোন ক্ষতি করিনি।